নবদ্বীপে নেশা-দূষণ মুক্ত রাস উৎসবের আবেদনে শোভাযাত্রা

0
109

শ্যামল রায়, নবদ্বীপঃ

রাধাবাজার থেকে প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে ঋহান্সী ফাউন্ডেশন আসন্ন রাস উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন এবং দূষণমুক্ত, নেশামুক্ত রাস করবার জন্য নবদ্বীপ বাসীর কাছে আবেদন জানান এবং যত্রতত্র আবর্জনা ফেলে শহরকে দূষিত করার বিরুদ্ধে সচেতন করেন ও প্লাস্টিক বর্জনের আবেদন জানান।

rally for liquor-Pollution free rash festival at nabadwip
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শোভাযাত্রা। নিজস্ব চিত্র

এছাড়াও বসুন্ধরাকে দূষণ মুক্ত রাখার জন্য গাছ লাগিয়ে, পানীয় জল অপচয় না করার জন্য শতাধিক মানুষের এক বর্ণাঢ়্য শোভাযাত্রা সংগঠিত করে। ঋহান্সী ফাউন্ডেশন নবদ্বীপের ঐতিহ্য, নবদ্বীপের পবিত্রতা, শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে এক পথসভা করেন।

এই রকম প্রাকৃতিক বিপর্যয় যদি আরো একদিন দুদিন ঘটে তাহলে রাস উৎসব মাটি হয়ে যাবে এমনটাই মনে করছেন শহরবাসী থেকে শুরু করে এই সকল সমাজসেবী বন্ধুরা। তবুও রাস-উৎসব যাতে শান্তিতে ঘটে দূষণমুক্ত রাস উৎসব নবদ্বীপ শহরে হোক এটাই আশা করছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here