মনোদীপ ব্যানার্জী,বহরমপুরঃ
সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠন মোট বারো দফা দাবির ভিত্তিতে ৮ এবং ৯ জানুয়ারি ডাকা ভারত বনধের সমর্থনে আজ মুর্শিদাবাদের বহরমপুর সহ জলঙ্গি,ডোমকলে মিছিল ও পথসভা করে এস এফ আই ও ডি ওয়াই এফ আই।সভার প্রধান বক্তা ছিলেন এস এফ আই এর কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক দীপশিতা ধর।উপস্থিত ছিলেন এস এফ আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ জেলা সম্পাদক সন্দীপন দাস এবং ডি ওয়াই এফ আই এর জোনাল কমিটির সদস্য কমল মন্ডল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।দীপশিতা ধরের বক্তব্যে ফুটে আসে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য,কৃষকের ফসলের ন্যায্য দাম না পাওয়া,ধর্মের নামে দেশ জুড়ে হিংসাত্মক ঘটনা।জেলা সম্পাদক সন্দীপন দাসও তার বক্তব্যে তুলে ধরেন সবার হাতে কাজের দাবি ও শ্রমিক কৃষকের ন্যায্য পাওনা।তিনি এও বলেন যে আগামীতেও এই জেলা ও রাজ্যে তাদের আন্দোলন সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে জারি থাকবে।
আরও পড়ুন: তেলের খোঁজে শুরু অনুসন্ধান ঘাটালে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584