নেতাজির জন্মদিনে বহরমপুর বিজ্ঞান মঞ্চের উদ্যোগে র‍্যালির আয়োজন

0
170

মনোদীপ ব্যানার্জী,বহরমপুরঃ

rally on netaji birthday by biggan mancha at berhampore
নিজস্ব চিত্র

আজ ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বহরমপুর বিজ্ঞান কেন্দ্র “সবার দেশ,আমাদের দেশ” এই নামে একটি র‍্যালির আয়োজন করেছিলো।বিজ্ঞানের উপর আক্রমণও ইতিহাস-বিকৃতির প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে এই র‍্যালী সংঘটিত হয়।দুপুর দুটো থেকে ওয়াই- এম-এ মাঠের দক্ষিণ দিক( চার্চের সামনে) সূচনা হয় এই অনুষ্ঠানের।

rally on netaji birthday by biggan mancha at berhampore 2
নিজস্ব চিত্র

র‍্যালিটি পরিক্রমণ করে মোহনের মোড় হয়ে,রানীবাগান মোড়,মোহনা বাসস্ট্যান্ড হয়ে শেষ হয় টেক্সটাইল কলেজ মোড়ে।রাস্তার মোড়ে চলে ছোট দের কবিতা আবৃতি ও পথনাটিকা।

rally on netaji birthday by biggan mancha at berhampore 4
পথনাটিকা ও আবৃত্তি পাঠ। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন বহরমপুর বিজ্ঞান কেন্দ্রর সম্পাদক সুবর্ণা নাথ, সভাপতি তপন সামন্ত সহ বিশিষ্ট জনেরা।উক্ত অনুষ্ঠানের জেলা সম্পাদক সজল বিশ্বাস জানান বর্তমানের সমস্ত রকম অপবিজ্ঞান,কুসংস্কার,অসহিষ্ণুতা ও ধৰ্মীয় বেড়াজাল থেকে বেড়ানোয় তাঁদের মূল উদ্দেশ্য।আগামীতেও এই র‍্যালী আরো হবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ নেতাজির জন্মদিনে বিনাপয়সায় আহার দিল দুই স্বেচ্ছাসেবী সংস্থা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here