মনোদীপ ব্যানার্জী,বহরমপুরঃ
আজ ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বহরমপুর বিজ্ঞান কেন্দ্র “সবার দেশ,আমাদের দেশ” এই নামে একটি র্যালির আয়োজন করেছিলো।বিজ্ঞানের উপর আক্রমণও ইতিহাস-বিকৃতির প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে এই র্যালী সংঘটিত হয়।দুপুর দুটো থেকে ওয়াই- এম-এ মাঠের দক্ষিণ দিক( চার্চের সামনে) সূচনা হয় এই অনুষ্ঠানের।
র্যালিটি পরিক্রমণ করে মোহনের মোড় হয়ে,রানীবাগান মোড়,মোহনা বাসস্ট্যান্ড হয়ে শেষ হয় টেক্সটাইল কলেজ মোড়ে।রাস্তার মোড়ে চলে ছোট দের কবিতা আবৃতি ও পথনাটিকা।
উপস্থিত ছিলেন বহরমপুর বিজ্ঞান কেন্দ্রর সম্পাদক সুবর্ণা নাথ, সভাপতি তপন সামন্ত সহ বিশিষ্ট জনেরা।উক্ত অনুষ্ঠানের জেলা সম্পাদক সজল বিশ্বাস জানান বর্তমানের সমস্ত রকম অপবিজ্ঞান,কুসংস্কার,অসহিষ্ণুতা ও ধৰ্মীয় বেড়াজাল থেকে বেড়ানোয় তাঁদের মূল উদ্দেশ্য।আগামীতেও এই র্যালী আরো হবে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ নেতাজির জন্মদিনে বিনাপয়সায় আহার দিল দুই স্বেচ্ছাসেবী সংস্থা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584