নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আজ শুভ বুদ্ধপূর্ণিমা।দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসবটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে।

বুদ্ধপূর্ণিমা প্রতিবারের ন্যায় এবার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বুদ্ধপূর্ণিমা পালন করা হয়। শনিবার বীরপাড়ার ভানুনগরের গুম্ফা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা ত্রিপিটক মাথায় নিয়ে বীরপাড়া শহর পরিক্রমা করেন।

এছাড়াও আলিপুরদুয়ার জেলার কালচিনিতে টাসি ছোই ফোলিং গুম্ফা থেকে এক শান্তি শোভাযাত্রা হয় যেখানে এলাকার হাজারের বেশি মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।শোভাযাত্রাটি কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

অপরদিকে কালচিনি ব্লকের সকালে দলসিংপাড়াতে ও দলসিংপাড়া নোরবু ছোইলিং গুম্ফা পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়।এছাড়া সংশ্লিষ্ট ব্লকের ডিগবীর লাইন এলাকায় পেমবা ছোইং ফেলিঙ্গু গুম্ফা পক্ষ থেকে শোভাযাত্রা বের হয়।
আরও পড়ুনঃ বালুরঘাটে পণ্যের আড়ালে অবহেলায় দাঁড়িয়ে বিদ্যাসাগর
অপরদিকে ভারত ভুটান সীমান্ত জয়গাঁতে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে এক শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জয়গাঁ বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584