পশ্চিমবঙ্গে ঘরে ঘরে রাম: বললেন অনুব্রত

0
36

পিয়ালী দাস,বীরভূমঃ
‘পশ্চিমবঙ্গে রাম থাকে ঘরে ঘরে।তাহলে রাম মন্দিরের কী প্রয়োজন ?’ আজ বীরভূমে সভা করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
অধীর চৌধুরিকে পাগল বলেও কটাক্ষ করেন তিনি। অধীরবাবু বলেছিলেন, মুর্শিদাবাদে তিনটের তিনটে আসনই তাঁরা পাবেন।এপ্রসঙ্গে অনুব্রত বলেন, “পাগল ছাড়া এসব কি কেউ বলে? উনি পাগল হয়ে গেছেন।”

নিজস্ব চিত্র

এদিকে, গতকাল অমিত শাহ বলেছেন,এখন যদি রথযাত্রা না হয় পরবর্তী সময়ে হবেই। এপ্রসঙ্গে অনুব্রতবাবু বলেন, “১৪ তারিখে আমরা কীর্তন করবই।”এরপরই তিনি তুলে ধরেন রাম মন্দির প্রসঙ্গ। বলেন, “ওরা রাম মন্দিরের কথা বলছে। আমার বীরভূম জেলায়, পশ্চিমবঙ্গে রাম তো ঘরে ঘরে। জন্ম-মৃত্যু-গৃহপ্রবেশ-হরিনামে রাম লাগে। তাহলে রাম মন্দিরের কীসের প্রয়োজন ? রাম মন্দিরের কোনও প্রয়োজন নেই।”

আজকের অনুষ্ঠানে তৃণমূল কর্মীরা অনুব্রতবাবুর হাতে দুটো পাচন তুলে দেন।এরমধ্যে একটি রুপোর। তা দেখে আপ্লুত তিনি। বলেন, “পাচনের দাওয়াই যা দেওয়ার সময়ে দেব। সুন্দর পাচন। দারুণ চাষ হবে। দেখবে কিন্তু, কত আরাম। পাচনের বাড়ি খেলে যা আরাম লাগবে বাড়ি গিয়ে দেখবে।”

আরও পড়ুনঃ ব্যক্তির উপরে রাগ করে সরকারের ওপর রাগ করবেন নাঃ শিক্ষামন্ত্রী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here