ইতিহাসে স্নাতক হয়ে ইতিহাসের শরিক শবর কন্যা

0
221

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ

অদম্য ইচ্ছের কাছে হার মানে সমস্ত রকম বাধা বিপত্তি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলনা। পুরুলিয়া জেলার বরাবাজারের ফুলঝোর গ্রামের মেয়ে রমনিতা শবর, ইতিহাস সৃষ্টি করে ফেললেন ৷ খেরিয়া শবর সম্প্রদায়ে তিনিই হলেন প্রথম মহিলা স্নাতক।

ramanita | newsfront.co
প্রথম স্নাতক রমনিতা শবর ৷ নিজস্ব চিত্র

বরাবাজারের পটমদা ডিগ্রি কলেজ থেকে ৭৬ শতাংশ নম্বর পেয়ে ইতিহাসে স্নাতক হয়ে নিজেও ইতিহাসের শরিক হলেন রমনিতা শবর।’পশ্চিমবঙ্গ খেরিয়া-শবর কল্যাণ সমিতি’ র সভাপতি প্রশান্ত রক্ষিত জানান, সাধারণ ভাবে শিক্ষার হারে অনেকটাই পিছিয়ে এই দরিদ্র জনগোষ্ঠী, সরকারি সুযোগ সুবিধা থাকলেও যেকোন কারণেই হোক সহজে স্কুলমুখো হতে চায়না কেউ।

police | newsfront.co
অভিনন্দন স্মারক ৷ নিজস্ব চিত্র

 

gift | newsfront.co
উপহার সামগ্রী প্রদান ৷ নিজস্ব চিত্র

তার মধ্যে দু তিনজন তরুণী যদিও কলেজে কখনো ভর্তি হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণ বশত স্নাতক স্তর সম্পূর্ণ করতে পারেননি ৷ লোধা-শবর সম্প্রদায়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন চুনী কোটাল, তার কয়েক দশক পরে খেরিয়া-শবরদের মধ্যে রমনীতা শবর-ই প্রথম মহিলা স্নাতক হয়ে ইতিহাস সৃষ্টি করলেন।

আরও পড়ুনঃ দুঃস্থদের স্বার্থে অক্সিজেন পরিষেবা চালু করল ফালাকাটা উদয় সংঘ ক্লাব

ফুলঝোর বরাবাজারের একটি প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামেরই মেয়ে রমনিতা, চরম দারিদ্র যার নিত্যসঙ্গী। দারিদ্রের কাছে হার মানেননি রমনিতা, এগিয়ে গেছেন নিজের লক্ষ্যে৷ বলা ভালো সমস্ত প্রতিকূলতা হার মানতে বাধ্য হয়েছে তার অদম্য জেদ আর ইচ্ছাশক্তির কাছে।

আরও পড়ুনঃ জুলাইয়ে কলকাতা বইমেলা করার প্রস্তাব গিল্ডের! স্টলেই মিলবে ভ্যাকসিন

পটমদা ডিগ্রি কলেজে প্রথম হয়েছেন রমনিতা , তার প্রাপ্ত নম্বর ৩০৬। রমনিতার এই সাফল্যে গর্বিত তাঁর কলেজ সহ সমগ্র শবর সম্প্রদায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here