নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বেশ খুশি মোহনবাগানের সবুজ তোতা। এক সময় এটিকের সঙ্গে যুক্ত থেকে চেয়েছিলেন মোহনবাগান আইএসএল খেলতে। কিন্তু সেটা সম্ভব হয় নি। তবে এটিকে মোহনবাগান এক হয়ে সম্ভব হচ্ছে।
হোসে রামিরেজ ব্যারেটো বলছিলেন, ‘অনেক বড়ো ইতিহাস। ২০১৪-১৫ মরসুম থেকে আমি বাকি মোহনবাগান সমর্থকদের মতো চাইছিলাম যে মোহনবাগান আইএসএল খেলবে। অবশেষে সম্ভব হল। এবার ভারতীয় ফুটবল এগোবে। দারুন সিদ্ধান্ত নিলেন মোহনবাগান কর্তারা। একটা দলের লম্বা ইতিহাস। আর একটা দল কয়েক বছরে ভারতীয় ফুটবলকে অনেক কিছু দিয়েছে। দুই শক্তি মিলিত হওয়ায় ফুটবলের জন্য বড়ো খবর। ‘
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলকে আইএসএলে চাইছেন পার্থ জিন্দাল
রায় কৃষ্ণদের উদ্দেশ্য সবুজ তোতা বলেন, ‘চাপ কিন্তু বাড়বে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশার একটা চাপ থাকে সেটা নিয়েই খেলতে হবে।‘
ইস্টবেঙ্গলের উদ্দেশ্য ব্যারেটো জানান, ‘মোহনবাগান, ইস্টবেঙ্গল,মহামেডান এই তিন প্রধান ভারতীয় ফুটবলকে যা দিয়েছে সেটা ভোলার নয়। ইস্টবেঙ্গল নিশ্চই পরের মরসুমে ডার্বি খেলবে অন্য কোনো নাম নিয়ে আমি আইএসএলে দুই দলের ডার্বি দেখার জন্য মুখিয়ে রয়েছি।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584