নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ধর্মস্থান খুললেও জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। ২০ জনের বেশি কোন ধর্মস্থানে জমায়েত করা যাবে না। সেকারণে এবছর পাঁচশো বছরের বেশি পুরানো মালদহের বিখ্যাত রামকেলি মেলা হচ্ছে না। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি থেকে পরবর্তী সাতদিন এই মেলা হয়ে থাকে। কয়েক লক্ষ মানুষের সমাবেশে গমগম করে ভারত-বাংলাদেশ সীমান্তের গৌড়ভূমি৷
কোনও একসময় এই মেলায় শুধুমাত্র কড়ে আঙুল দেখে জীবনসঙ্গী নির্বাচন করত বৈষ্ণব পুরুষরা৷ সেকারণে রামকেলির আর এক নাম গুপ্ত বৃন্দাবন ৷ রামকেলির ধুলোয় মিশে রয়েছে শ্রীচৈতন্যের ধর্মজাগরণের কাহিনিও৷ এই মেলা বন্ধ হওয়ায় প্রায় কুড়ি কোটি টাকার ক্ষতি হতে চলেছে। এই মেলায় লাখ লাখ মানুষের সমাগম হয়৷
আরও পড়ুনঃ ন্যূনতম ১০ টাকা ভাড়ার দাবিতে ফের বাসমালিকদের প্রস্তাবিত ভাড়ার তালিকা পরিবহণ দফতরে
ফলে মেলায় সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হয়ে উঠবে না। করোনা মোকাবিলায় এবার মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে মন্দিরগুলিতে প্রথা মেনে পুজো করার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে দশ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। প্রশাসনিক সিদ্ধান্তের কথা মেলা কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584