পিয়ালী দাস, বীরভূম:- মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় স্থান করল দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ এর ছাত্র ছাত্র রনিক দত্ত। রাজ্যের মেধা তালিকায় সম্ভাব্য পঞ্চম স্থান দখল করেছে। বরাবরের মেধাবী রনিক এবারও মেধা তালিকায় নিজের নাম রাখতে সক্ষম হয়েছে।পরিশ্রমের যে বিকল্প কিছু নেই সেটা প্রমাণ করেছে সে।
রনিক দত্ত এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪৮৬ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান দখল করেছে। সে বাংলাতে ৮৮, ইংরেজিতে ৯০, পদার্থবিদ্যায় ৯৯ ,রসায়নবিদ্যা ৯৯ ,জীববিজ্ঞান ৯৮ এবং অংকে ১০০ পেয়েছে। ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় রনিক রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান দখল করে ফের রাজ্যের সেরাদের মধ্যে নিজের স্থান রাখল। বাবা মলয় রঞ্জন দত্ত ভারতীয় জীবন বীমা নিগমের আধিকারিক এবং মা রিঙ্কু দত্ত গৃহবধু। রনিকের ইচ্ছা আইআইটিতে পড়াশোনা করার। আর নেশা বলতে মোবাইলে গেম খেলা এবং নিজের পাঠ্যপুস্তক পড়াশোনা করা। বাবা মলয় রঞ্জন দত্ত এবং মা রিঙ্কু দত্ত ছেলের ফলাফলে উচ্ছ্বাসিত। তারা জানান আশাবাদী ছিলেন যে ছেলে মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকেও ভালো রেজাল্ট করবে। পড়াশোনার ব্যাপারে ছোট থেকেই রনিক মনোযোগী। রনিক দত্ত জানায় যে তার ইচ্ছা আছে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584