নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
স্টার জলসার জনপ্রিয় কুকারি শো ‘রান্নাবান্না’। প্রতি পর্বে নিত্যনতুন রেসিপির পাশাপাশি থাকে ঠাম্মি আর তার আদরের নাতি গোপালের টক-ঝাল-মিষ্টি সম্পর্কের রসায়ণ।
নাতি গোপাল বেজায় খাদ্যরসিক। খানিক পেটুকও বটে। তার রকমারি খাওয়া দাওয়ার আবদার সামাল দিতে হয় ঠাম্মিকেই। তার উপরে এখন তো বর্ষাকাল। পেটুক নাতি ইলিশ আবদার করবে না তা তো হতে পারে না।
আর হলও তাই। তাকে ইলিশের নানা পদ রেঁধে খাওয়াতেই হবে ঠাম্মিকে। আর তাই স্টার জলসায় ১৩ থেকে ১৮ জুলাই চলবে ইলিশ উৎসব।
আরও পড়ুনঃ ‘তিতলি শুরু হবে করোনা সচেতনতার বার্তা দিয়ে…’ জানালেন প্রযোজক সুশান্ত দাস
পদের নাম শুনলে চক্ষু হবে চড়কগাছ! কুমড়ো পাতায় ইলিশ ফ্রাই, টক ঝাল ইলিশ, ইলিশ ইন গ্রিন সস, বেকড ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ সিজলার সবই রান্না করবেন ঠাম্মি তনিমা সেন। আর পেট পুরে খাবে গোপাল অর্থাৎ রক্তিম।
১৮ জুলাই ‘রান্নাবান্না’তে জোড়া ইলিশ উৎসবের শেষ লগ্নে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন অভিনেত্রী চৈতি ঘোষাল। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে দর্শকও অংশ নিতে পারেন ‘রান্নাবান্না’তে।
আরও পড়ুনঃ জি বাংলায় মহা সোমবারে মহা ধামাকা
নিজেদের রেসিপি পাঠাতে হবে চ্যানেলে। চ্যানেল একটা ডিজিটাল অডিশন নেবে। অডিশনে পাশ করলে মিলবে ‘রান্নাবান্না’তে স্পেশাল গেস্ট হয়ে যাওয়ার সুযোগ।সুতরাং দেরি নয়, এই চান্স মিস করলে চলবে না। ‘রান্নাবান্না’ দেখুন সোম থেকে শনি বিকেল ৪ টেয় স্টার জলসায়। আর মিস করবেন না ‘জোড়া ইলিশ উৎসব’, ১৩ থেকে ১৮ জুলাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584