নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ
আজ, বৃহস্পতিবার বর্ধামানের পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় উদ্ধার হল একটি বিদেশি মাছ। ভয়ঙ্কর সেই মাছ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। উদ্ধার হওয়া ওই বিদেশি মাছটিকে দেখতে এক মৎস্যজীবির বাড়িতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। জেলার বনাধিকার দেবাশিস শর্মা বলেন, ওই মাছ লম্বায় ছয় থেকে সাত ফুট পর্যন্ত হয়। এই দেশের নদীর পক্ষে ওই মাছ খুবই বিপদজ্জনক। পূর্বস্থলীর ওই মৎস্যজীবির বাড়ি থেকে উদ্ধার করে আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মাধব পণ্ডিত নামে এক মৎস্যজীবি ছাড়িগঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন। তার জালেই ওই বিদেশি মাছটি ধরা পড়ে। এরপর তিনি বাড়িতে একটি সিমেন্টের পাত্রে ওই মাছটিকে রেখে দিয়েছেন।
আরও পড়ুনঃ আকাশে ড্রোন উড়িয়ে, লকডাউন সফল করতে রাস্তায় নামল পুলিশ
পূর্ব বর্ধমান জেলার মৎস্য আধিকারিক দেবাশিস পালুই জানান, ওই মাছটির নাম এলিগ্রেটর গারফিস। সাধারণত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায় এই ধরণের মাছ। কেউ হয়ত বিদেশ থেকে গোপনে এনে মাছটিকে অ্যাকোরিয়ামে রেখেছিল। পরে বড় হয়ে যাওয়ায় মাছটিকে নদীতে ছেড়ে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584