মনিরুল হক, কোচবিহারঃ
পরিবর্তন করা হল রাস উপলক্ষে মেলা বসানোর স্থান। এর আগে গত ২৬ নভেম্বর জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়, রাস মেলার মাঠে এবার মেলা বসবে না। তবে রাস উপলক্ষে ছোট ছোট করে মেলা বসবে শহরের কোচবিহার ক্লাব ও টাউন হাই স্কুলের মাঠে। কিন্তু জেলাবাসীর সুবিধার্থে ফের সিদ্ধান্ত বদল করল জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস উপলক্ষে মেলা বসবে কোচবিহার এমজেএন স্টেডিয়ামের মাঠে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনার জেরে স্বাস্থ্যবিধি মেনেই হবে এই মেলা। মেলায় থাকবে সরকারী বিভিন্ন স্টল ও কিছু খাবারের দোকান। এমনকি ছোটদের আনন্দ দিতে ছোট ছোট নাগরদোলাও বসানোর পরিকল্পনা করা হচ্ছে। ১৫ দিন ধরে চলবে এই মেলা।
আরও পড়ুনঃ কোলাঘাটে গনবন্টনকারীদের সম্বর্ধনা
সকাল ১১টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত মেলা থাকবে। এদিকে, মেলা উপলক্ষে আজ এমজেএন স্টেডিয়ামের মাঠ পরিদর্শনে যান কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান, অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সহ অন্যান্য আধিকারিকেরা।
আরও পড়ুনঃ রেল উন্নয়নের একাধিক দাবীতে সরব হলেন আলিপুরদুয়ারের সাংসদ
পুলিশ সুপার কে কান্নান জানান, “প্রতিবছর যে রকম ভাবে আমাদের মদন মোহনের রাস উৎসব হয়, এবছরও সে রকম ভাবেই রাসমেলা হচ্ছে। সেই সব বিষয় গুলো আমরা খতিয়ে দেখতে এখানে এসেছিলাম। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে মেলা কিভাবে সুরক্ষিত ও নিরাপদে হবে সে বিষয়ে যারা কাজ করছে তাদের নির্দেশ দিয়ে গেলাম।”
জেলা প্রশাসন এর আগে জানিয়েছিল, এবার করোনা পরিস্থিতির কারণে রাসের মেলা বাতিল করা হয়েছে। তবে মদনমোহন মন্দির চত্বরে নিয়ম মেনেই পুজাে যজ্ঞাদি করে রাসচক্র ঘোরানোর অনুষ্ঠান হবে। প্রতিবারের মত এবারও ১৫ দিন রাসচক্র ঘোরাতে পারবেন ভক্তরা।
আরও পড়ুনঃ ডোমকলে তৃণমূলের সভা থেকে বিজেপি-মিমকে তোপ তাহেরের
পাশাপাশি মন্দির প্রাঙ্গণে কীর্তন ও গীতা পাঠের অনুষ্ঠানও হবে। করোনার কারণে সোশ্যাল ডিস্টেন্স মেনে মাস্ক ও স্যানিটাইজ করে পূণ্যার্থীদের মদনমোহন মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হবে। তবে যাতে মন্দিরে ভিড় না জমে সেদিকেও নজর দেবে জেলা পুলিশ প্রশাসন।
এরপর ২৬ নভেম্বর এক বৈঠকে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়, কোচবিহার ক্লাব ও টাউন হাই স্কুলের মাঠে ছোট করে মেলা বসানো হবে। কিন্তু আজ জেলা প্রশাসন সূত্রে জানা গেল, মেলা বসবে এমজেএন স্টেডিয়ামের মাঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584