রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার ডিলার

0
93

পিয়ালী দাস, বীরভূমঃ

রেশন পরিষেবায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার ঠিবা গ্রাম পঞ্চায়েতের ভাটিয়া গ্রামে।

অভিযুক্ত রেশন ডিলারের নাম বারীন্দ্রনাথ মন্ডল। লাভপুর থানার পুলিশ সূত্রে খবর, দিন দুয়েক আগে এই রেশন ডিলারের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ আনে যে সরকারের বরাদ্দকৃত চাল কম দেওয়া হচ্ছে।

ration dealer arrested | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ আসার পরেই লাভপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে রবিবার বীরভূম জেলা পুলিশের তরফে একটি তালিকা প্রকাশ করা হয় যেখানে স্পষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে কোন স্তরের মানুষ ঠিক কত পরিমাণে চাল, ডাল, আটা পাবে।

আরও পড়ুনঃ সংক্রমণ এড়াতে কনটেনমেন্ট জোনে পাড়ার স্বেচ্ছাসেবকের মাধ্যমেই পরিষেবা দিচ্ছে পুলিশ

পাশাপাশি রেশন ডিলারের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ আসার পরে ইতিমধ্যে বীরভূম জেলা খাদ্য দফতর ব্যবস্থা নিয়েছে। নয়জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। পাঁচজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। তিনজন রেশন ডিলারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার পাশাপাশি দুজন রেশন ডিলারকে গ্রেফতার করা হয়েছে।

বীরভূম জেলা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রাপ্য রেশন সামগ্রী সংগ্রহ করতে কোনরকম সমস্যার সম্মুখীন হলে অবিলম্বে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে অথবা স্থানীয় থানায় যোগাযোগ করতে।

জরুরী ভিত্তিতে দেওয়া হয়েছে দুটি গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর ( ৭৬০২৬৭৬৭৭৭ / ৭৬০২৬৭৬৫০০) ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here