নতুন হ্যাকিং অ্যাপ নিয়ে আরবিআই এর সতর্কতা জারি

0
97

নাজমুল আলম,টেক ডেস্কঃ

RBI warns of new hacking apps
ছবি প্রতিবেদক

অনলাইন লেনদেন ব্যবহারকারীরা মাঝে মাঝেই নিরাপত্তা হীনতায় ভোগেন।বা বলতে পারি ভুগতে হয়।হ্যাকাররা নানা নতুন উপায়ে হ্যাক করে চলেছে।এক্ষেত্রে নতুন সংযোজন হল এনি ডেস্ক অ্যাপ।আরবিআই ইতিমধ্যে ১৪ টি রাজ্যে সতর্কতা বার্তা পাঠিয়ে গ্রাহকদের সচেতন করেছেন।এখন দেখা যাক অ্যাপটি কিভাবে কাজ করে। প্রথমে সোসাল মিডিয়ার মাধ্যমে, অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক আসবে।

RBI warns of new hacking apps
ছবি প্রতিবেদক

আরও পড়ুনঃ কতখানি সুরক্ষিত আপনার মুঠোফোন

ডাউনলোড হয়ে গেলে ফোন একটা নয় নম্বরের কোড তৈরি করবে যার মাধ্যমে হ্যাকাররা ইউজারের ব্যাঙ্ক এর যাবতীয় তথ্য সংগ্রহ করে নেবে,তারপর একাউন্ট থেকে গায়েব হয়ে যাবে সব টাকা। হ্যাকাররা দুর থেকে অ্যাপটিকে নিয়ন্ত্রণ করে থাকে এবং ফোনের উপরেও পুরো নিয়ন্ত্রণ থাকে।

এখন উচিত হবে অ্যাপটি ডাউনলোড না করা,ইতিমধ্যেই ফোনে ডাউনলোড করা থাকলে সেটাকে সরিয়ে দেওয়া এবং অনলাইন ব্যাঙ্কিং এর সমস্ত গাইড লাইন মেনে চলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here