প্রথমবার বাংলা শর্ট ফিল্মে বিনয় পাঠক

0
153

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিনেতা বিনয় পাঠক এই প্রথমবার কোনও বাংলা শর্টফিল্মে। ‘রি-রাউটিং’ শিরোনামের স্বল্পদৈর্ঘের ছবিটি পরিচালনা করছেন কঙ্কনা চক্রবর্তী।

Binay Pathak Kankana Chakraborty | newsfront.co
বিনয় পাঠক, কঙ্কনা চক্রবর্তী

প্রসঙ্গত, কঙ্কনা গত বছর ‘রিটেন বাই?’ এবং ‘অনুরূপ/ মিরর ইমেজ’ নামে দুটি স্বল্পদৈর্ঘের ছবি নির্মাণ করে প্রশংসিত হন। কঙ্কনা স্বয়ং এবং সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেন তাতে। এহেন কঙ্কনা এবার বিনয় পাঠকের সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত। ‘রি-রাউটিং’ নামের শর্ট ফিল্মে কঙ্কনা পরিচালকের দায়িত্ব পালন করা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

Kankana Chakraborty | newsfront.co
কঙ্কনা চক্রবর্তী

কঙ্কনা জানিয়েছেন- “রি-রাউটিং এমন দুটি বিপরীত ব্যক্তির গল্প যারা একটি রাত জুড়ে পথ অতিক্রম করে। দুজনের মনেই প্রশ্ন জাগে এটিই তাদের জন্য সঠিক পথ কিনা? জীবনে আমরা এমন সব মানুষের মুখোমুখি হই যারা তাদের সচেতন জ্ঞান ছাড়াই একে অপরের সঙ্গে বিতর্ক শুরু করে। এরকম গল্প নিয়েই এগোয় এই ছবি।”

আরও পড়ুনঃ ‘রোদ্দুর’ বিক্রি আছে

বিনয় পাঠক জানান, “কঙ্কনা যেমন ভাল লেখক তেমন ভাল অভিনেত্রী তেমনি ভাল পরিচালক। ওঁর সঙ্গে কাজ করতে পেরে বেশ ভাল লাগছে। এই ছবির অংশ হতে পেরে আমি খুশি।”

সিনেমাটোগ্রাফিতে মৃদুল সেন। কঙ্কনার আগের দুটি স্বল্প সময়ের ছবিতেও তিনি ছিলেন এই দায়িত্বে। ছবির প্রযোজনায় চিত্রা চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here