মীর রাকেশ রৌশান, নিউজফ্রন্ট
চলতি বছরেই মুক্তি পেতে চলেছে টলিউডের আব্বাস-মস্তান নামে খ্যাত জুটি জেনি সরকার ও দীপায়ন মন্ডলের পরিচালিত ছবি ‘আমার শহর’।
বারোটি ক্যারেক্টার আর একটি শহর, সেটা যে কোন শহর হতে পারে। তবে আমার শহর বলতে আমরা, শহর কলকাতার ব্যাকড্রপ হিসেবে দেখছি। ‘তিনপাত্তির’সাফল্যের পর এটি তাদের দ্বিতীয় ছবি।এই চলচিত্রটিতে ইন্দ্রাশিষ রায় দ্বারা পরিচালিত নাটক(রুদ্র), ফ্ল্যাশব্যাক পদ্ধতি ব্যবহার করা হয়েছে,সায়নি ঘোষ একজন ক্রাইম রিপোর্টারের ভুমিকায় আছেন, শিলাজিৎ মজুমদার পুলিশ অফিসার হিসেবে অভিনয় করেছেন আর সম্পুর্না লাহিড়ী একজন সংগ্রামরতা অভিনেত্রী, সমদর্শী একজন এন,আর,আই ব্যবসায়ী ।
এছাড়া রুদ্রনীল ঘোষ ও প্রিয়াঙ্কা সরকারকে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
জেনি-দীপায়ন বলেন ছবি শুরু হচ্ছে একটি রাজনৈতিক মিছিলের মধ্য দিয়ে আর সেখান থেকে তৈরি হয়ে নানা জটিলতা, তাদের মতে সিনেমাটি একটি ‘কমপ্লিকেটেড ড্রামা’।
প্রতি মুহূর্তেই নতুন রোমাঞ্চ আর জটিলতা দেখা যাবে।এবছর শীতেই হয়তো দেখতে পাবো আমার শহর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584