নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সম্মানিত হলেন বিবেকানন্দ চক্রবর্তী।সম্প্রতি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধুনিক শ্রেণী শিখন সংক্রান্ত কর্মশালায় যোগ দিয়ে তিনি মেদিনীপুর তথা বাংলাকে গর্বিত করেছেন।শতাব্দী প্রাচীন মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড.বিবেকানন্দ চক্রবর্তী।
শুক্রবার তাঁকে ঘরোয়া ভাবে সম্মাননা জানানো হলো মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষ থেকে।এদিন ড.চক্রবর্তীর বাসভবন সংলগ্ন গ্রন্থাগারে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মাননা জানান সংস্থার পক্ষে নন্দদুলাল ভট্টাচার্য্য,অমিত কুমার সাহু ও অতনু মিত্র।উদ্যোক্তাদের পক্ষে অমিত কুমার সাহু জানান,মেদিনীপুরের এই কৃতি শিক্ষককে সম্মানিত করতে পেরে তাঁরা গর্বিত।উল্লেখ্য অখন্ড মেদিনীপুরবাসীদের কল্যাণের লক্ষ্যে মেদিনীপুর সমন্বয় সংস্থা নানাবিধ ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করে থাকে।বিপ্লবীদের শ্রদ্ধা জানানো , মেদিনীপুরের ঐতিহ্যকে আরও ভালো করে সবার সামনে তুলে ধরার লক্ষ্যে মেদিনীপুর সমন্বয় সংস্থা কাজ করে চলেছে।
আরও পড়ুনঃ কেমব্রিজে আন্তর্জাতিক শিক্ষা কর্মশালায় ভারতীয় শিক্ষক
পাশাপাশি অখন্ড মেদিনীপুরের জনগণের স্বার্থে সংস্থার উদ্যোগে কলকাতাতে মেদিনীপুর ভবন গড়ে তোলার কাজ শেষের পথে।নন্দদুলাল ভট্টাচার্য্য , অতনু মিত্র,অমিত কুমার সাহুরা মেদিনীপুর ভবন তৈরিতে হিতাকাঙ্খী মেদিনীপুর বাসীদের আরও সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584