দুই কৃতী ছাত্র রাজর্ষি ও স্বর্নদীপকে সংবর্ধনা

0
32

মনিরুল হক,কোচবিহারঃ

Reception to the talented students
নিজস্ব চিত্র

পড়াশুনার জীবনে প্রাথমিক পর্যায় অতিক্রম করার পর একটি অত্যন্ত গুরুত্বপূর্ন হলো উচ্চমাধ্যমিক পরিক্ষা। যে কোন কাজের সফলতার অন্যতম কারণ উৎসাহ এবং প্রেরণা। তাই উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছেন দিনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বর্নদীপ সাহা।আর তাকে সংবর্ধনা দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ও ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গনতান্তিক যুব ফেডারেশনের নেতৃত্বরা।

Reception to the talented students
নিজস্ব চিত্র

মঙ্গলবার সকালে রাজ্যের প্রথম দশের মেধাতালিকায় প্রথমে দিনহাটায় দ্বিতীয় স্থানে স্বর্নদীপ সাহা বাড়িতে যান।তারপর সেখান থেকে রাজ্যের মেধাতালিকায় প্রথম দশের যুগ্ম ভাবে প্রথম কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র রাজর্ষি বর্মন তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন।তাদের দুজনের বাড়ির লোকজনের সাথে কথা বলেন।
এদিন সুজন বাবু বলেন, “রাজ্যের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছে রাজর্ষি বর্মন ও স্বর্নদীপ সাহা। তারা যেন আগামী দিনে আরও ভালো রেজাল্ট করুক।

আরও পড়ুনঃ তাহের সংবর্ধনা বেলডাঙ্গায়,গোষ্ঠীর ঊর্ধ্বে ওঠার বার্তা

ও তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই আশাই করি।আর কখনও যদি কোন রকম সাহায়্যের প্রয়োজন পরে আমাকে জানাতে পারে।” অন্যদিকে, এবার উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থানাধিকারী কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র রাজর্ষি বর্মনকে সংবর্ধনা জানালেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

মঙ্গলবার কোচবিহারের ব্যাঙচাতরা রোডের রাজর্ষির বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান বিনয়কৃষ্ণ বাবু।এদিন তিনি বলেন, ‘রাজর্ষি কোচবিহার তথা রাজ্যের গর্ব। আগামীতে আরও সফলতা পাক রাজর্ষি। আমার অভিনন্দন রইল।’ প্রসঙ্গত, বিজ্ঞান বিভাগে ৪৯৮ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে রাজর্ষি বর্মন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here