রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
পলাশের স্পর্ধায়,সজনে ফুলের মূর্ছায় আম মুকুলের মম গন্ধে শব্দ বহ্মের বাক নন্দনে ব্রহ্মকমল বাচিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো গান সহযোগে আবৃতি।পূর্ব বর্ধমানের খোসবাগান এলাকার ভলিবল খেলা মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান স্বরূপ দত্ত।এছাড়া উপস্থিত ছিলেন প্রধান অতিথি দেবেশ ঠাকুর। ব্রহ্ম কমল সংস্থার পক্ষ থেকে শিবাশীষ সাহা ও কাকলি মজুমদার জানিয়েছেন বাচিক শিল্পী হিসেবে বিভিন্ন মঞ্চে অংশগ্রহণ করলেও তাদের পক্ষ থেকে এটাই হলো প্রথম প্রয়াস।
আরও পড়ুনঃ সর্বভারতীয় আবৃত্তি প্রতিযোগিতায় মেদিনীপুরের সাফল্য
আগামী দিনে এই ধরনের আরও অনুষ্ঠান করার জন্য তারা সচেষ্ট থাকবেন।মূলত বলা যেতে পারে অপসংস্কৃতির করাল গ্রাসে যখন দুনিয়া,তখন এই ধরনের নান্দনিক অনুষ্ঠানে খুশি দর্শকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584