নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
একটি বন্যপ্রাণের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ডীমা চা বাগানে ঘটনা।
আরও পড়ুনঃ দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে দল থাকবে না, কড়া বার্তা শুভেন্দুর
জানা গেছে, এদিন সকালে ডীমা চা বাগানের বীচ লাইনে বাগানের শ্রমিকরা একটি বন্যপ্রাণের মৃতদেহ দেখতে পায়। প্রথমে দেখে শ্রমিকদের মনে হয় এটা হয়তঃ লেপার্ডের শাবকের মৃতদেহ। শ্রমিকরা বনদপ্তরের নিমতি রেঞ্জে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের নিমতি রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছে বন্যপ্রাণীটির মৃতদেহ উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর, বন্যপ্রাণীটি সম্ভবতঃ ‘ক্যাট’ প্রজাতির কিন্ত এখনই ঠিকমত বলা যাচ্ছেনা।
বন্যপ্রাণীটি ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়া নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে এই বন্যপ্রাণীটি কোন প্রজাতির এবং কিভাবে মৃত্যু হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584