পিয়ালী দাস, বীরভূমঃ
গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমের মহম্মদ বাজারে। মৃতা গৃহবধূর নাম পূজা সাহা। শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে পূজা সাহার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মহম্মদ বাজার থানার পুলিশ।
মৃতা গৃহবধূর বাবা সন্তোষ কুমার ভুইমালি অভিযোগ করেন তিন বছর আগে মহম্মদ বাজারের বাসিন্দা বাপ্পা সাহার সঙ্গে পূজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার জা শিউলি সাহা এবং তার ভাসুর তাপস সাহা নানা ধরনের মানসিক অত্যাচার করতো। একাধিকবার পূজা অশান্তির কথা তার বাবা সন্তোষ ভুইমালিকে জানিয়েছিল কিন্তু আমরা ভেবেছিলাম পারিবারে এই ধরনের ছোটখাটো অশান্তি হয়ে থাকে তা সময়ের সাথে মিশে যাবে। তবে অশান্তি এতটাই বেড়ে যাবে তা বুঝতে পারিনি।
আরও পড়ুনঃফাঁসিদেওয়ায় বাঁশ দিয়ে কিশোরীকে খুনের চেষ্টা, গ্রেফতার ১
মৃতা গৃহবধূর পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন গলাটিপে পূজাকে মেরে ফেলেছে পরে মৃতদেহকে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে, প্রচার করছে পূজা আত্মহত্যা করেছে। মহম্মদ বাজার থানা মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহবধূর স্বামী বাপ্পা সাহা, ভাসুর তাপস সাহা, শ্বশুর সাধন সাহা, জা শিউলি সাহাকে গ্রেফতার করছে। যদিও গৃহবধূর স্বামী বাপ্পা সাহা দাবি করেছেন স্ত্রী নিজে আত্মহত্যা করেছেন তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে পূজার বাবা তা সম্পূর্ণ মিথ্যা। মহম্মদ বাজার থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর সঠিক কারন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584