সরকারি হাসপাতালে প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন স্বামী বা কোন নিকটাত্মীয়া

0
72

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সরকারি হাসপাতালে প্রসূতিদের জন্য রাজ্য সরকার চালু করছে ‘প্রসব সাথী’ প্রকল্প। প্রসবের সময় ও তার প্রসবের পরে মা এবং শিশুর সঙ্গে থাকতে পারবেন প্রসূতির স্বামী বা নিকটাত্মীয়া। প্রসূতির মানসিক ও শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সরকার চালু করছে এই ‘প্রসব সাথী’ প্রকল্প।

pregnant women | newsfront.co
প্রতীকী চিত্র

সন্তান প্রসবের সময়ের স্বাভাবিক ভাবেই বিভিন্ন রকম ভয়ে থাকেন সদ্য মা হওয়া মেয়েরা। এর জেরে অন্তঃসত্ত্বার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন মনোবিদদের অনেকেই। হাসপাতালে একা থাকার সময়ে এই ধরণের ভীতি থেকে অনেক সময় অক্সিটোসিন হরমোন নিঃসরণ কমে গিয়ে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে বলে চিকিৎসকদের অভিমত। তাই এরকম সময়ে নিকটজনের সঙ্গ এই সমস্যার উপশম হতে পারে।

ইতিমধ্যেই বেশ কিছু বেসরকারি হাসপাতালে চালু রয়েছে প্রসূতির সঙ্গে তাঁর স্বামীর থাকার ব্যবস্থা। প্রসব সাথী তে বলা হয়েছে এবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মা ও শিশুর সঙ্গে থাকতে পারবেন প্রসূতির স্বামী বা কোন নিকটাত্মীয়া।

আরও পড়ুনঃ মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়, ‘প্ল্যান বি’ কোভিড বিধি প্রত্যাহারের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সরকারী নির্দেশিকায় প্রসবের অভিজ্ঞতা রয়েছে এমন আত্মীয়াকেই প্রসব সাথী হিসেবে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। প্রসবসাথীদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর নথিভুক্ত করা এবং‌ পরিচ্ছন্নতা কঠোর ভাবে বজায় রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায়। তবে প্রসবসাথীরা যাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কাজে বাধা না হয়ে ওঠেন তা সুনিশ্চিত করতে বলা হয়েছে নির্দেশিকায়।

আরও পড়ুনঃ পুরভোটে থাকছে না ভিভিপ্যাট, ১৫ হাজার ইভিএম পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here