স্থগিত রাখা হলো ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র রিলিজ

0
387

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাসের কারণে প্রায় স্তব্ধ জনজীবন। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় তাই দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ যাতে ছড়িয়ে না পরে সেইজন্য অনেক আগেই বন্ধ হয়েছে বলিউড টলিউডের সমস্ত শুটিং। বন্ধ হয়েছে সিনেমাহলগুলিও।

Habuchandra Raja Gabuchandra Mantri | newsfront.co
ছবিঃ ইউটিউব

যেসব সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল সেই সিনেমাগুলির রিলিজ থমকে গিয়েছে। তবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত সিনেমা ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র রিলিজ ডেট কিন্তু একই রাখা হয়েছিল।

বর্তমানে দেখা যাচ্ছে এ রাজ্যেও করোনা ধীরে ধীরে বিশাল আকার ধারণ করছে। আর তাই আটকে গেল ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র রিলিজও। ১লা মে মুক্তি পাওয়ার কথা ছিল অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র।

আরও পড়ুনঃ পাশে আছে সুচন্দ্রা ও তাঁর বাহিনী

সোমবার ইউটিউবে একটি অ্যানিমেশন ভিডিও-র মাধ্যমে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর পক্ষ থেকে জনিয়ে দেওয়া হয় যে, করোনার কারণে আপাতত স্থগিত রাখা হচ্ছে এই ছবির রিলিজ। অ্যানিমেশনটিতে হবুচন্দ্র রাজাই এই কথাটি জানায় গবুচন্দ্র মন্ত্রীকে। তবে পরে আবার কবে এই ছবি মুক্তি পাবে তা এখন জানায়নি প্রযোজনা সংস্থা।

আর ঠিক সেই কারণে হবুচন্দ্র রাজা ও গবুচন্দ্র মন্ত্রীর কান্ডকারখানা দেখতে এখনও বেশ কিছুদিন অপেক্ষায় থাকতে হবে দর্শককে। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দ সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here