নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিধানসভার ভোট এগিয়ে আসতেই এক দিকে যেমন বিরোধী থেকে শাসকদল কোমর বেঁধে নেমেছে রাজনৈতিক ময়দানে, তেমনই এর প্রভাব পড়েছে ছাত্র রাজনীতিতেও।
পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কলেজে লিফলেটের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের নানান সমস্যার ব্যাপারে লিফলেট তৈরি করলো বেলতা কলেজের তৃণমূল ছাত্র-পরিষদ।
এই লিফলেট এ একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের নানান সমস্যার কথা তুলে ধরা হয়েছে, অপরদিকে তারা কলেজের কী কী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তার পরামর্শও দেওয়া রয়েছে।
শুধু তাই নয়, এ দিন ছাত্র-পরিষদ জানায়, এবার থেকে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও সমস্ত অভিযোগ জানাতে পারবে ছাত্রছাত্রীরা। সবচেয়ে বড় কথা, সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকবে এই পদ্ধতিতে।
আরও পড়ুনঃ জীবনের বাধা ভুলে সংসার চালাচ্ছেন ‘কৃষিরত্ন’ মৃদুল দেবী
জানা যায়, শুক্রবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই রকম কর্মসূচি প্রকাশ করল বেলদা কলেজ ছাত্র-পরিষদ। এ দিন এই ছাত্র পরিষদ থেকে আরও অভিযোগ করা হয়– বর্তমানে বেলদা কলেজে তৃণমূল ছাত্র-পরিষদ অফিস খুলতে দেওয়া হচ্ছে না।
অভিযোগের তির প্রিন্সিপালের দিকে। আগামী দিনে যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুমকিও দেয় ছাত্র পরিষদ। কাজেই, বোঝা যাচ্ছে আগামী বিধানসভা ভোট ছাত্র রাজনীতিতে যে তুমুল টক্কর নেবে তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584