শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিন দিনাজপুর জেলার ভারত – বাংলাদেশ সীমানায় রয়েছে হিলি সীমান্ত।বৃহস্পতিবার সকালে সীমান্তের কাঁটাতার লাগোয়া জামালপুর, প্রাঞ্জুল, আগরা, দক্ষিন পাড়া গ্রাম রয়েছে। আর লকডাউনে সেই প্রত্যন্ত গ্রামগুলির অবস্থা একেবারে সংকীর্ণ।
তাই এই লকডাউনের মধ্যে কাজ হারানো সমস্ত গরীব শ্রমিক,কৃষকদের মত দুঃস্থ ভারতীয় নাগরিকদের হাতে চাল,ডাল,আলু সহ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আর তাদের হাতে এই সকল সামগ্রী তুলে দেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্পিতা ঘোষ।
আরও পড়ুনঃ লকডাউনে সংকট মেটাতে দীঘা থানার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির
এর পাশাপাশি এদিনের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিডব্লুসি (CWC) চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রীদেবাশীষ মজুমদার, হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী মিহির সরকার,জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মিঠু জোয়ার্দার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584