শান্তনু পুরকায়েত, দক্ষিণ ২৪ পরগনাঃ
সাগর ব্লকে হুগলি নদীর জাহাজ লোডিং এন্ড আনলোডিং কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের তরফে দান করা হয় ত্রাণ সামগ্রী। ৪২ টি গ্রুপের প্রায় সাড়ে চারশো শ্রমিকদের দেওয়া হয় ত্রাণ সামগ্রী। চাল, ডাল, আলু, সাবান, পায়ের জুতো, বিস্কুট, তেল তুলে দেন সাগর পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ সমবায় সমিতির কর্মাধ্যক্ষ স্বপন কুমার প্রধান।
গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে আমপান ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্ত দুঃস্থ মানুষদের হাতে এই সামগ্রী প্রদান করা হয়। সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত একাধিক পঞ্চায়েত থেকে দুঃস্থ মানুষ ত্রাণ সামগ্রী নিতে আসেন।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে মাছের আড়ত সাতদিনের জন্য বন্ধ
এদিন স্বপন বাবু জানান, ‘করোনার পর আমপান ধ্বংসস্তুপ করেছে গোটা সুন্দরবনকে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত গঙ্গাসাগর দ্বীপের একাধিক অঞ্চল। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে এমন অভিনব উদ্যোগ নেওয়া হল।’ এদিন উপস্থিত ছিলেন ইউনিয়নের একাধিক সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584