নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেশপুর ব্লকের বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এল অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে কেশপুর ব্লকের ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের কুড়েল্যা গ্রামের প্রায় ৩০ টি পরিবারের হাতে শুকনো খাবার এবং আটটি পরিবারের হতে শুকনো খাবার ও ত্রিপল তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন স্নেহাশিস চৌধুরী, সুভাষ জানা, চঞ্চল হাজরা, অরিন্দম দাস, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সত্যজিৎ ঘোড়াই প্রমুখ।গ্রামবাসীদের তরফে উপস্থিত ছিলেন সমাজসেবী ভাস্কর চৌধুরী, জয়দেব দোলই, বংশী অধিকারী, নবীন জানা প্রমুখ।
পাশাপাশি এলাকার মানুষের দাবি মেনে এদিনই ওই এলাকার আরো কিছু পরিবারের হাতে শুকনো খাবার ও ত্রিপল দেবার ব্যবস্থা করেন কুইজ কেন্দ্রের সদস্যরা।
আরও পড়ুনঃ করোনার জেরে বন্ধ হল পাতালেশ্বর মন্দিরের দরজা
উল্লেখ্য, গত শুক্রবার কেশপুর ব্লকের বাঁকাবাড় সংসদেও বেশকিছু বন্যা দুর্গত পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছিল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584