নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আপমর বাঙালির নয়নমণি চিরদিনের মহানায়ক হলেন উত্তমকুমার। এক বহুমুখী এবং ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তম কুমার কে শ্রদ্ধা জানালো “ছদ্মবেশী”। প্রয়াণ দিবসে মহানায়ক স্মরণে মাতলো মেদিনীপুর।
প্রদ্যুৎ স্মৃতি সদনের দর্শকরা সাক্ষী রইলেন এক হৃদয়গ্রাহী সাংস্কৃতিক সন্ধ্যার। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে মহানায়ককে ‘ চিরদিনের মহানায়ক’ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাল ‘ছদ্মবেশী’।
সহযোগিতায় ছিল কলকাতার কলা সংস্কৃতি কেন্দ্র ও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
এ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ যুগের প্রখ্যাত অ্যাকর্ডিয়ান প্লেয়ার প্রতাপ রায়। মহানায়কের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।
সঙ্গীতে , নৃত্যে , যন্ত্রসংগীতে মুখরিত ছিল এদিনের অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সম্মান প্রদান করা হয় জয়ন্ত সাহা, পরেশ দাস, ড: প্রণব পট্টনায়ক, বিষ্ণু মাইতি,বিকাশ তামাংকে।
আরও পড়ুনঃ মহানায়কের প্রয়ান দিবসে স্মরন-অনুষ্ঠান মেদিনীপুরে
অভ্রদীপ, স্পন্দন, শুচিস্মিতা, অনিন্দ্য সুন্দর সেন, শুভঙ্কর দাস, প্রহ্লাদ, নিলোফার, স্বপ্তদীপাদের গান ও অরিফেরাস ডান্স ক্রিয়েশনের নৃত্য মুগ্ধ করলো দর্শকদের। আয়োজকদের পক্ষ থেকে সত্যজিৎ দাস ও শঙ্খদীপ জানান, “মহানায়কের প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানই আমাদের শ্রদ্ধাঞ্জলি।” সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী দেবারতি।
দর্শকদের বিশেষ প্রাপ্তি ছিল প্রতাপ রায়ের লাইভ অ্যাকোর্ডিয়ান প্লেয়িং। সংবর্ধিত গুনীজনরা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তী, সংগীত শিল্পী হায়দার আলী, সংস্কৃতিপ্রেমী জয়ন্ত মন্ডল প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584