তারিক রসুল,বহরমপুরঃ রবিবার সন্ধ্যে ছটায় প্রাক্তনী,কৃষ্ণনাথ কলেজের উদ্যোগে কৃষ্ণনাথ কলেজের সঙ্গে যুক্ত প্রয়াতদের জন্য স্মরন সভার আয়োজন করা হয়েছিলো কৃষ্ণনাথ কলেজের কৃষ্ণনাথ সভাগৃহে।সভায় স্মরন করা হয় ডা: শৈলেন্দ্রনাথ কুন্ডু(কৃষ্ণনাথ কলেজের পরিচালন সমিতি ও প্রাক্তনী,কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন সভাপতি),হেমেন্দ্রকৃষ্ণ বন্দোপাধ্যায়(বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক),অসীম ধর (গনিত বিভাগের প্রাক্তন অধ্যাপক),হরিলাল দাস(বিশিষ্ট প্রাক্তন ছাত্র),কেদারেশ্বর চক্রবর্তী(সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপক),অধীর চক্রবর্তী(ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক),চন্দন চক্রবর্তী(বিশিষ্ট প্রাক্তন ছাত্র)দের।
সভায় মুখবন্ধ উপস্থাপন করেন জগবন্ধু বিশ্বাস। প্রয়াত বিশিষ্ট প্রাক্তনী ও কলেজের প্রাক্তন অধ্যাপকদের স্মরন করেন রাজকৃষ্ণ মাল,বাসুদেব চ্যাটার্জী,বিষান গুপ্ত,অধ্যক্ষা সুজাতা বাগচী ব্যানার্জী,কল্যানাক্ষ গুহ।কলেজের প্রাক্তন অধ্যাপক কেদারেশ্বর চক্রবর্তীর স্মৃতিচারন করেন অমল ভট্টাচার্য্য ও কমলেন্দু ভট্টাচার্য্য।
কেশব বাগচীর বক্তৃতা র মধ্যে দিয়ে উঠে এলো কলেজের শিক্ষক হেমেন্দ্রকৃষ্ণ বন্দোপাধ্যায় স্মৃতি। ডাক্তার শৈলেন্দ্র নাথ কুন্ডুর প্রাক্তনী গঠনে অবদানের কথা উঠে এলো কামাক্ষ্যা প্রসাদ গুহর বক্তৃতার মধ্যে দিয়ে।সভায় সংগীত পরিবেশন করেন অভিরূপ বিশ্বাস,পার্থ ভট্টাচার্য্য,জনার্দন চক্রবর্তী ও বিপাশা দাস।সমগ্র স্মরন সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তনী,কৃষ্ণনাথ কলেজের সম্পাদক দেবজ্যোতি বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584