মেদিনীপুরে রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে কবি প্রণাম

0
213

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ

মাল‍্যদান,বৃক্ষরোপণ,আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মধ‍্য দিয়ে পালিত হলো বাইশে শ্রাবণ।রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ‘বাইশে শ্রাবণ’। ‘তোমার গীতি ,জাগালো স্মৃতি,নয়ন ছলছলিয়া’ এই ভাবনাকে সামনে রেখে সকালে ও সন্ধ্যায় নানা কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরুর গান, কবিতা আবৃত্তি ও নৃত‍্যের মধ্য দিয়ে স্মরণ করা হলো হৃদয়ের কবি বিশ্বকবিকে।

নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে অবস্থিত রবীন্দ্র স্মৃতি সমিতির নিজস্ব প্রেক্ষাগৃহ রবীন্দ্র নিলয়ে।বুধবার সকালে কবি গুরুর মূর্তিতে মাল‍্যদান ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। স্বাগত ভাষণ দেন সমিতির সহ-সভাপতি অতুল কৃষ্ণ মন্ডল।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন “সংকলন” সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। প্রাতঃকালীন কবিপ্রণাম অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন স্বরলিপির শিল্পীবৃন্দ। সান্ধ্যকালীন অনুষ্ঠানের সূচনা হয় ‘নান্দনিক’ সংস্থার শিল্পীদের দ্বারা উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে। সন্ধ্যায় একক সঙ্গীত, আবৃত্তি,একক নৃত্য, সমবেত নৃত্য, সমবেত আবৃত্তি, যন্ত্রসংগীত প্রভৃতির মাধ্যমে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হলো রবি ঠাকুরকে। যৌথ উপস্থাপনায় অংশগ্রহণ করলেন ক্রিয়েটিভ ড‍্যান্স একাডেমী, নৃত্যনীড়,খেয়া এক অনন্য দিশারী, আলেখ‍্যায়তন আর্ট অ‍্যান্ড কালচারাল একাডেমী ও স্বর আবৃত্তির শিল্পীরা।অন‍্যদিকে একক সঙ্গীত ,একক নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসংগীতে অংশ নিলেন অর্পিতা সেন,শিখা চক্রবর্তী, ঈশিতা গোস্বামী, পম্পি খামরই, রাজপ্রীতি সেন,কনক রঞ্জন দে, মালবিকা পাল, কৌস্তুভ বন্দ‍্যোপাধ‍্যায়,কৃশানু আচার্য,মেহুলী দেবনাথ,সোমা মন্ডল, ঐশ্বর্যা মাইতি,পলি পাহাড়ি,জাহির চৌধুরী, পাঞ্চালি চক্রবর্তী,ঝুলন মুখার্জি,ঋতপা দাস,পালোমা মিত্র,অদ্রিজা ত্রিপাঠী, বিদেশ বসুসহ অন্যান্য শিল্পীরা।

নিজস্ব চিত্র

গোটা অনুষ্ঠানটি তত্ত্বাবধাযন করলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি অধ্যাপক জগবন্ধু অধিকারী, সাধারণ সম্পাদক লক্ষণ ওঝা, সাংস্কৃতিক সভাপতি জয়ন্ত সাহা, সাংস্কৃতিক সম্পাদক হায়দার আলি প্রমুখ কর্মকর্তাগণ।অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আবৃত্তিকার অমিয় পাল,অধ‍্যাপক বিশ্বজিৎ সেন, সাহিত্যিক বিদ‍্যুৎ পাল,কবি অঞ্জন শিকদার, বনবিভাগের আধিকারিক অয়ন ঘোষ প্রমুখ বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ সহ সাংস্কৃতিক জগতের অন‍্যান‍্য বিশিষ্ট জনেরা। পাশাপাশি এদিন দুপুরে সদর মহকুমা ঠিকাদার সমিতির উদ্যোগে রবীন্দ্র নিলয়ে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here