বন্ধু গাছকে জড়িয়ে ধরে না কাটার আর্জি পড়ুয়াদের

0
40

সুদীপ পাল,বর্ধমানঃ

গুসকরা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা গাছকে জড়িয়ে ধরে না কাটার আর্জি জানাল। খুদে পড়ুয়াদের এই আর্জিতে ব্লক প্রশাসন নতুন গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছে৷পূর্ব বর্ধমানের গুসকরা। বিদ্যালয়ের নাম গুসকরা পূর্ব প্রাথমিক বিদ্যালয়।

request to not cutting tree| newsfront.co
না কাটার আর্জি।নিজস্ব চিত্র

আউসগ্রাম ১ ব্লক কার্যালয় লাগোয়া এই স্কুল।স্কুলের মূল ফটকের সামনে রয়েছে দীর্ঘ দিনের পুরনো একটি কদম গাছ। ব্লক অফিসে সীমানা পাঁচিল দেওয়া শুরু হয়েছে এখন।সেই কাজেই পুরনো গাছ কাটা পড়ছে। বিদ্যালয়ের এই কদম গাছটি সীমানা পাঁচিল দিতে গেলে কাটা পড়বে এটা জানতে পারার পর এই বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা গাছ না কাটার জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন ব্লক প্রশাসনকে। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে গেছে। খুদে পড়ুয়ারা জানতে পেরেছে গাছটি কাটা পড়বে। তারপরেই গাছটিকে জড়িয়ে ধরে না কাটার জন্য লিখিত আর্জি জানাচ্ছে পড়ুয়ারা।

পড়ুয়ারা বক্তব্য,গাছ আমাদের বন্ধু।এই গাছটি যেদিন থেকে বিদ্যালয় শুরু হয়েছে সেদিন থেকেই আমাদের খেলার সঙ্গী।এতো বড় গাছ বিদ্যালয়ে নেই। তাই এই গাছটি যদি কাটা হয় তাহলে গাছের ছায়া আর আমরা পাব না। খেলা যাবে না লুকোচুরি।

বিদ্যালয়ের শিক্ষক বিমলকুমার মন্ডল,গাছটি স্কুলের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছে বলে দাবি করেন। তিনি ব্লক প্রশাসনকে আবেদনে জানিয়েছেন যাতে গাছটি রেখেই পাঁচিল দেওয়া হয়। পড়ুয়াদের আর্জি ব্লক প্রশাসনকে জানানো আশ্বাস দিয়েছেন আউসগ্রাম এক চক্রের বিদ্যালয় পরিদর্শক অমিত মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ ডোমকলে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের

বিডিও চিত্তজিৎ বসু বলছেন, পাঁচিল করার জন্য কয়েকটি গাছ কাটা পড়ছে। তবে সে সব জায়গায় নতুন করে গাছ লাগিয়ে দেওয়া হবে। এখন স্কুল চত্বরের এই গাছটি বদলে বেশ কয়েকটি গাছ লাগানোর প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here