লকডাউন শিথিল হতেই কাঠের নৌকার চাহিদা রায়গঞ্জে, ব্যস্ততা তুঙ্গে কারিগরদের

0
247

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

বর্ষাকাল আসলেই ব্যস্ততা বাড়ে নৌকার কারিগরদের। এবছর লকডাউনের কারণে ব্যবসা মার খেয়েছে অন্যান্যবারের তুলনায়। তবে লকডাউন শিথিল হতেই নৌকা তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। রায়গঞ্জের রাসবিহারী মার্কেটের নৌকা নির্মাতারা এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন। বিক্রেতারা বলেন,”ছোট থেকে বড় বিভিন্ন আকারের নৌকার অর্ডার রয়েছে।

wood boat | newsfront.co
নৌকা তৈরীতে ব্যস্ততা তুঙ্গে। নিজস্ব চিত্র

বছরের এই সময়েই নৌকা বিক্রি করে দুটি বাড়তি পয়সা আসে হাতে। উল্লেখ্য প্রতিবছর বর্ষার সময়ে উত্তর দিনাজপুর ও বিহার থেকে মানুষজন নৌকা কিনতে ভিড় জমান রায়গঞ্জ শহরে। প্রয়োজনীয় ও জরুরী কাজের জন্য গ্রামাঞ্চলে নৌকাই একমাত্র ভরসা। এবারে বর্ষার শুরুতেই চাহিদা বাড়ছে কাঠের নৌকার। মূলত নৌকা তৈরী করতে আমকাঠ ব্যবহার করা হয়।

Boat | newsfront.co
নিজস্ব চিত্র

এর কারণ হিসাবে কাঠমিস্ত্রীরা জানিয়েছেন, “আম কাঠের যোগান স্থানীয়স্তরে ভালো। জলে কম পচনশীল। ফলে এই কাঠের নৌকার দাম ক্রেতাদের আয়ত্তের মধ্যে।” শহরের এক কাঠের দোকানের মালিক সমীর কুন্ডু বলেন,”প্রতিবছর এই সময় নৌকার চাহিদা থাকে। আকার হিসাবে নৌকার দাম ঠিক হয়। বেশ কয়েকটি অর্ডার পেয়েছি। প্রতি নৌকাপিছু ১০০০ টাকার মত লাভ থাকে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতন মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

wood boat maker | newsfront.co
প্রেম কুমার সূত্রধর, নৌকা কারিগর। নিজস্ব চিত্র

অন্যদিকে রায়গঞ্জের নৌকার কারিগর প্রেম কুমার সূত্রধর বলেন,”বছরের এই সময়েই নৌকার চাহিদা থাকে। তবে লকডাউনের জন্য অনেকদিন কাজ ছিলো না। বাড়িতেই বসে ছিলাম। দোকান খুলতেই নৌকার কাজ শুরু করেছি। বাড়তি কিছু পয়সা হাতে আসবে, ভালো লাগছে।” এদিন নৌকা কিনতে আসা মোসারফ হোসেন বলেন,”রায়গঞ্জের নৌকা বেশ শক্তপোক্ত হয়। দাম টাও নাগালের মধ্যে। তাই নিতে এসেছি। বর্ষার সময় মাছ ধরা, ঘাট পারাপার করতে নৌকার দরকার হয় আমাদের।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here