সুদীপ পাল,বর্ধমানঃ
ভোটের মুখে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচশিমূল গ্রামে।
গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি ভাঙতে গিয়ে তিনটি কৌটো দেখতে পেয়েছিলেন শ্রমিকরা।কৌটো দূরে ছুঁড়ে ফেলতেই বিস্ফোরণ ঘটে যায়।জামালপুর থানার ঝাপানডাঙ্গার কাছেই গ্রামটি৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জামালপুর থানার পুলিশ।এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে ভোটের মরশুমে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতর পরিবেশের তৈরি হয়েছে।পরিত্যক্ত বাড়ির মালিক তাপস ঘোষ জানান, নতুন বাড়ি তৈরি করবেন বলে পরিত্যক্ত অংশটি ভেঙে ফেলার কাজ করছিলেন। বোমা বিস্ফোরণ হলেও কারও ক্ষতি হয়নি বলে জানা যায়।
তৃণমূলের আবুজহাটি ১ পঞ্চায়েতের প্রধান শেখ আশরাফ আলীর অভিযোগ, বিজেপির লোকেরা এই বাড়িতে বোমা লুকিয়ে রেখেছিল।যদিও বিজেপি নেতা কিঙ্কর মন্ডলের পাল্টা অভিযোগ,ভোটের সময় গোলমাল করবে বলেই তৃণমূল এই বোম রেখেছিল।
আরও পড়ুনঃ বাইসনের তান্ডবে জখম ৪
সিআইডির বোম স্কোয়ার্ড বাকি কৌট দুটি উদ্ধার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584