নিজস্ব সংবাদদাতা,পূর্বস্থলী
নাবালিকাকে উদ্ধার করল পূর্বস্থলী থানার পুলিশ। সোমবার সকালে নদীয়া জেলার নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রাম থেকে উদ্ধার করে নিখোঁজ স্কুলছাত্রীকে।
জানা গিয়েছে যে গত ৩ মে মেড়তলা স্কুলে যাবার পথে অপহৃত হয় ওই স্কুলছাত্রী। স্কুলছাত্রীর বাবা মেয়ের নিখোঁজের ও অপহরণের অভিযোগ দায়ের করে পূর্বস্থলী থানায়।
পূর্বস্থলী থানার পুলিশ তদন্তে নামে ও কেনা ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। শনিবারে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পূর্বস্থলী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ দাস জানিয়েছেন যে কেনা ঘোষকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর নিখোঁজ স্কুলছাত্রীর খোঁজ মেলে। তারপর ইদ্রাকপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় নিখোঁজ স্কুলছাত্রীকে। সাথে গ্রেপ্তার করা হয়েছে সেন্টু ঘোষ নামে এক যুবককে। ধৃতকে সোমবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সংবাদচিত্র ও ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584