শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের বঙ্গী বটতলা এলাকায়। মৃত ব্যক্তির নাম সমর দাস। মৃত ব্যক্তির বাড়ি বালুরঘাটের বঙ্গী বাদুরতলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, সমর দাস নামের ঐ ব্যক্তি কয়েকদিন ধরে বঙ্গী বটতলা মন্দির সংলগ্ন এলাকায় থাকছিলেন। যদিও তার বাড়ি ওই এলাকাতেই।

কিন্তু কেন তিনি বাড়ি ছেড়ে স্থানীয় মন্দিরে এসে থাকছিলেন, তা নিয়ে এলাকার বাসিন্দারা সঠিক ভাবে কিছু জানাতে পারেনি। তবে শোনা যাচ্ছে, লকডাউন চলায় তার বাড়িতে খাবার না থাকার কারণে তিনি মন্দিরে থাকছিলেন। স্থানীয় এক বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাস অবশ্য জানিয়েছেন, মৃত বৃদ্ধ দুদিন আগে তাঁর কাছ থেকে খাবার চেয়ে খেয়েছিলেন।
আরও পড়ুনঃ বেলিয়াতোড়ে বজ্রাঘাতে মৃত্যু
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে ওই বৃদ্ধর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এদিকে মৃতদেহ পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে পৌছায় মৃত বৃদ্ধের আত্মীয় পরিজনরা ও বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584