নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুলডোজারের আঘাতে সন্তানের ক্ষতির আশঙ্কায় সরাসরি ওই ডোজারকে আক্রমণ মা হাতির।

টানা তিন ঘণ্টা রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যন্ত্রদানবের কাছে হার মানলো মা হাতি। শেষ পর্যন্ত উদ্ধার জলাশয়ে পড়া হস্তিশাবক। শেষ পর্যন্ত শাবকটিকে নিয়ে জঙ্গলের পথে মা হাতি।

হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ সূত্রে খবর, মা হাতি ও হস্তিশাবককে সুরক্ষিত ভাবে উদ্ধার করে জঙ্গলে পাঠানো হয়েছে । কারো কোনো ক্ষতি হয়নি।

সোমবার কালচিনির ভার্ণাবাড়ি চা বাগানের জলাশয়ে পড়ে যায় হস্তিশাবক। আর সেই হস্তিশাবককের সামনে দাড়িয়ে আছে মা হাতি।
আরও পড়ুন: জলাশয়ে হস্তিশাবক, উদ্ধারে বাধা মা হস্তিনীর

মা হাতি অনেক চেষ্টা করেও বের করতে পারেনা হস্তিশাবকটিকে। বনদফতরের পক্ষ থেকে জেসিবি নিয়ে আসা হয় হস্তিশাবককে বের করার জন্য কিন্ত মা হাতি ও জেসিবির মধ্যে খণ্ড যুদ্ধ লাগে সোমবার প্রায় সকল সাতটা থেকে চলে এই খণ্ড যুদ্ধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584