শ্যামল রায়,কাটোয়াঃ
বুধবার কাটোয়া পৌরসভার ১ নং ও ১৫ নং ওয়ার্ডের সংযোগস্থলে গৌরাঙ্গ মন্দিরের সামনে দুটি বোম পড়ে থাকতে দেখা যায়।এই আতঙ্কে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।পৌরসভার সাফাই কর্মীরা পরিষ্কার করে যাওয়ার পর সকাল সাড়ে ছ’টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দুটো বোমা পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা কাটোয়া থানায় খবর দেন।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে বোম দুটি উদ্ধার করে নিয়ে যায়।কে বা কারা কোথা থেকে এই বোমা আনলো,তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ মাঝরাতে বোমাবাজি, বোমা নয় পটকা ফেটেছে দাবি তৃণমূলের
আসন্ন লোকসভা নির্বাচনের মুখে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।কে বা কারা এই ধরনের বোমা তৈরি করে আতঙ্ক ছড়াতে চাইছে পুলিশ সে বিষয়ে খোঁজ শুরু করছে।
যদিও এই বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584