নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
স্কুলের চত্বরে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই ঘটনায় আতঙ্ক স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ঘেগিরঘাট জুনিয়ার হাই স্কুলে।
আজ স্থানীয় লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময় ওই স্কুলের মাঠে একটি তাজা বোমা দেখতে পায়। সেই সময় স্কুলে ছাত্রছাত্রীরা আসতে শুরু করে দিয়েছে। ওই বোমার খবর পাওয়া মাত্র স্থানীয় লোকজন স্কুলের মাঠে ভিড় জমাতে থাকে। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে স্কুল চত্বর থেকে থাকা তাজা বোমাটিকে উদ্ধার নিয়ে আসেন। ওই ঘটনায় আতঙ্কিত রয়েছে ছাত্রছাত্রী ও এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকাবাসীদের অভিযোগ, আজ সকালে ঘেগিরঘাট জুনিয়ার হাই স্কুলের মাঠে বোমা পাওয়া যায়।
স্কুল চত্বরে বোমা পাওয়ার ঘটনায় ছাত্রছাত্রীরা ও এলাকাবাসীরা আতঙ্কিত রয়েছে। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা ওই বোমাটি পুলিশকে দিতে চাচ্ছি না। কারন কোচবিহার কোতোয়ালি থানার আইসিকে ঘটনাস্থলে আসতে হবে। উনি এসে আমাদের নিরাপত্তার আশ্বাস দিক তারপর ওই বোমা নিয়ে যেতে দেওয়া হবে বলে স্থানীয়দের দাবী।
স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম পাল বলেন, সকালে আমার কাছে খবর আসে যে ঘেগিরঘাট জুনিয়ার হাই স্কুলে একটি বোমা দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। তাজা বোমাটি উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে কে বা কারা এই বোমাটি শিক্ষা প্রতিষ্ঠানে রেখে যায় তা জানা নেই, তবে শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে বোমা রেখে যাওয়াটা একটা নিন্দনীয় ঘটনা। এই ঘটনার সাথে যারা যুক্ত তারা দুষ্কৃতী বা সমাজবিরোধী। তা না হলে কেউ শিক্ষা প্রতিষ্ঠানে রেখে যেত না। আমরা এর তদন্ত চাই।
আরও পড়ুনঃ কালচিনিতে বিপুল পরিমাণ অবৈধ মদ সহ গ্রেফতার ২
পুলিশ সুত্রে জানা যায়, ঘেগিরঘাট জুনিয়ার হাই স্কুলের মাঠে একটি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বোমাটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কে বা কারা ওই বোমাটি রেখেছে তা এখন জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584