নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
একটি ব্যক্তিগত গাড়ির মধ্যে কাঁচবন্ধ অবস্থায় মৃত এক ব্যক্তিকে উদ্ধার করল ইন্দপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে ইন্দপুরের পায়রাচালী জাতীয় সড়কের পাশে।
আজ এলাকাবাসীরা দেখতে পায় পায়রাচালীর ৬০ -এ নাম্বার এর পাশে জাতীয় সড়কে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা গাড়ীর কাঁচ বন্ধ অবস্থায় রয়েছেন এক ব্যক্তি। স্থানীয় এলাকাবাসীর বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা এবং বেলা বাড়তে থাকায় সন্দেহ আরও গুরুতর হয়। তড়িঘড়ি খবর দেয়া হয় ইন্দপুর থানায়।
ইন্দপুর থানার পুলিশ এসে গাড়ির কাঁচ ভেঙ্গে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম অরিন্দম রক্ষিত। তিনি পুরুলিয়ার বাসিন্দা।
গাড়ীতে পাওয়া মোবাইলের কল লিস্ট সুত্র থেকে মৃত অরিন্দম রক্ষীদের দাদার সাথে যোগাযোগ করে দুর্ঘটনার কথা জানানো হয়।
জানা যায় মৃতের পরিচয়ও।
আরও পড়ুনঃ ছোট গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন শিশু-সহ মৃত ৪
কিভাবে এই আকস্মিক ঘটনা ঘটল তা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে ইন্দপুর থানার পুলিশ। মৃতদেহটি কি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584