নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুক্রবার বিকেল ৪ টা নাগাদ গদাধর ব্রীজ থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে উদ্ধার হল মন্টু সরকারের দেহ। প্রায় চৌত্রিশ ঘন্টা পর উদ্ধার হল দেহ।
এদিন সকাল থেকে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের সমষ্টি বিপর্যয় ব্যবস্থাপন তল্লাশি শুরু হয়।
জানা গেছে, গদাধর ব্রীজ থেকে প্রায় দু কিলোমিটার দুরে নদীর চরে তার দেহ পাওয়া গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে নদীতে তলিয়ে গেল বৃদ্ধ
উল্লেখ, বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার ২ ব্লকের গদাধর নদীতে তলিয়ে যান এক বৃদ্ধ,নাম মন্টু সরকার (৬৭)। আলিপুরদুয়ার জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে বোট নামিয়ে তল্লাশি অভিযান চলছে গদাধর নদীতে বৃহস্পতিবার ওই ব্যক্তির সন্ধান মেলেনি। শুক্রবার বিকেল ৪ টা নাগাদ দেহ পাওয়া গেল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584