পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূমের হাঁসনের তিনমাথা মোড়ের কাছে মাড়গ্রাম যাওয়ার রাস্তার মাঠের মধ্যে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয় শুক্রবার সকাল বেলায়। স্থানীয় বাসিন্দারা ওই তৃণমূল কর্মীর মৃতদেহ দেখতে পান।
মৃত ওই তৃণমূল কর্মীর নাম পরীক্ষিত দাস। যে স্থানে তার দেহ উদ্ধার হয়েছে, ঠিক তার পাশে পাওয়া যায় তার বাইকটিও।
পরিবারের দাবি, গতকাল সন্ধ্যায় সে তার বন্ধুদের সাথে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তারপর আর রাতে বাড়ি ফেরেননি, সকালে উদ্ধার হয় তার মৃতদেহ।
পরীক্ষিৎ দাসের ভাই শ্রীকৃষ্ণ দাবি করেছেন, “আমার দাদাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় দোষীদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির দাবি করছি। এর জন্য আমরা মাননীয় কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাবো।”
আরও পড়ুনঃ কোলাঘাটে গণধর্ষিতা নাবালিকার মৃত্যু, রেখে গেল ধর্ষকদের শাস্তির দাবি
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাড়গ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় জেড়েই মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মী পরীক্ষিৎ দাসের। তবে ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।মৃত তৃনমুল কর্মীর ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারন বোঝা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584