বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের ভোইসালপোট্টিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালায়। এরপর সেখান থেকে উদ্ধার হল নকল মদ তৈরির প্রচুর পরিমাণ কাঁচা স্প্রিট সহ একাধিক কাচের বোতল ও স্টিকার।এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ললিত সিংহকে।
সূত্রের খবর এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।এর পাশাপাশি বেশ কিছু নকল মদ তৈরির লেবেল ও কার্টুন জ্বালিয়ে দেওয়া। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে রাতের অন্ধকারে এখানে নকল মদ বানানো হত এবং সেই মদ রাতারাতি সব্জির গাড়িতে করে বিহারে পাচার করা হত।এর পাশাপাশি তারা আরও জানান যে নকল মদ নিচ রেখে উপরে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো ও সবজি নিয়ে যেত এই কারণে পুলিশের চোখে পড়তো না।
আরও পড়ুনঃ নুলিয়াদের তৎপরতায় প্রাণ বাঁচল দুই পর্যটকের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584