নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযান চালায় ফুলবাড়ি এলাকায়। এরপর সেখানে একটি চারচাকা গাড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি ওয়ান শাটার। এরপর গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করে পুলিশ।
![arrested four with firearms at fulbari | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2019/09/arrested-four-with-firearms-at-fulbari-0A-newsfront.co_.jpg)
ধৃতদের নাম নিবাস বর্মন,সমিম রহমান,হিতেন রায়,বিপ্লব বর্মন। তারা প্রত্যেকেই কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা।
![arrested four with firearms at fulbari | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2019/09/arrested-four-with-firearms-at-fulbari-20A-newsfront.co_.jpg)
এই বিষয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ইন্দিরা মুখার্জি। তিনি বলেন যে গোপন সূত্রে খবর পাই যে কিছু দুষ্কৃতী আসছে। এরপর আমাদের একটি টিম যায়। এবং ফুলবাড়ির কাছে ধরে ফেলা হয়। তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এবং তাদের কাছে আরও আগ্নেয়াস্ত্র থাকলেও থাকতে পারে। তা আমরা খতিয়ে দেখছি। এদিন ধৃতদের আদালতে তোলা হবে। এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপির বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ বর্ধমানে
প্রসঙ্গত শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ধৃতদের সঙ্গে সেইসব ঘটনার কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584