মনিরুল হক,কোচবিহারঃ
আসন্ন লোকসভা নিবার্চনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তৎপর কোচবিহার জেলা পুলিশ। ইতিমধ্যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনী ক্ষেত্রে এসে পৌঁছেছে। এই অবস্থাতেও সক্রিয় কোচবিহার জেলা পুলিশ। তাই কোচবিহার এর একাধিক স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ সহ এই কারবারের সাথে যুক্ত বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছেন তাঁরা।
বিভিন্ন স্থানে চলছে নাকা চেকিং, মিলছে সাফল্য।গতকাল রাতে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েক বোতল অবৈধ মদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান কোচবিহার জেলা পুলিস সুপার অভিষেক গুপ্তা।তিনি জানান, ঘোকসাডাঙ্গা,দিনহাটা ও কোচবিহার সদরের বেশ কিছু স্থানে অভিযান কয়েকশো বোতল অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুনঃ বেআইনী মদ বিক্রির অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার
জেলার বিভিন্ন স্থানে নাকা পয়েন্ট এর সংখ্যাও বাড়িয়ে দেওয়ার পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।সীমান্ত রক্ষী বাহিনীর সাথে সমন্বয় রক্ষা করে কাজ করছে কোচবিহার জেলা পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584