নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ঝোপের ধার থেকে সদ্যোজাত শিশু উদ্ধার। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা শহরের রঘুনাথপুর এলাকার। রবিবার ভোর রাত্রে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে যায় রঘুনাথপুর এলাকার বাসিন্দা বিউটি চক্রবর্তীর শ্বাশুরীর।এরপর তিনি বাড়ী থেকে বের হয়ে দেখতে পান একটি সদ্যজাত শিশু ঝোপের পাশে পড়ে রয়েছে এবং চিৎকার করে কাদছে। সিনেমার পর্দায় দেখানো নাটকীয় দৃশ্যের মত সদ্যজাত শিশুটিকে ঝোপের ধারে পড়ে থাকতে দেখে প্রথমে তিনি হতভম্ব হয়ে যান।এরপর তিনি তার ছেলে এবং ছেলের বৌকে ডাকেন এবং সেই সঙ্গে ভোররাত্রে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরাও ঘটনাস্থলে জমায়েত হতে শুরু করে।এরপর বিউটি চক্রবর্তী সদ্যজাত শিশুটিকে নিজের কোলে তুলে নেন এবং ব্লেড দিয়ে শিশুটির নাড়ি কেটে শিশুটিকে স্নান করিয়ে দেন।সেই সঙ্গে শিশুটিকে নিজের বুকের দুগ্ধও পান করান তিনি।
এরপর রবিবার সকালে সদ্যজাত শিশু উদ্ধারের খবর বালুরঘাট থানায় পৌছলে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং সদ্যজাত শিশুটিকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্ত্তি করে। কে বা কারা শিশুটিকে রঘুনাথপুর এলাকায় রেখে গেল বা শিশুটির পিতা মাতার পরিচয় জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।সদ্যজাত শিশুটিকে নিজের কোলে নেওয়া এবং রাতভর তার পরিচর্যা করা বিউটি চক্রবর্তী জানিয়েছেন সদ্যজাত শিশুটি পুত্র সন্তান ছিল এবং শিশুটি ওজন ২ কেজি ৮০০ গ্রাম।শেষ পাওয়া খবর অনুযায়ী শিশুটি সুস্থ রয়েছে।
আরও পড়ুনঃ জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584