ফালাকাটায় উদ্ধার অজগর

0
49

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Rescued python at falkata
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ফের উদ্ধার বিশাল এক অজগর এলাকায় চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের দক্ষিণ খয়েরবাড়ি বন লাগোয়া দেওগাঁও-তে একটি মাঠে এক স্থানীয় ব্যক্তি গরু চরাতে গিয়ে দেখেন একটি বিশালাকার (আনুমানিক ১২/১৪ ফুটের) একটি আজগর একটি ছাগলকে খাচ্ছে।

ওই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং চিৎকার করতে লাগলে,তার সেই চিৎকার করলে হাজির হন অনেক গ্রামবাসী।

Rescued python at falkata
নিজস্ব চিত্র

তবে ছাগলটিকে অজগরের হাত থেকে বাঁচাতে পারেনি স্থানীয়রা।ছাগলটির মৃত্যু হয় বলে জানা যায়।

আরও পড়ুনঃ এবার হাতির হানা সরকারি গোডাউনে ,শাটার ভেঙে সাবার করল চাল

ইতিমধ্যেই বিশালাকৃত অজগরটিকে দেখতে কৌতুহলী জনতার ভীড় জমে যায়।পরে স্থানীয়রা অজগরটিকে উদ্ধার করে পাশের খয়েরবাড়ির জঙ্গলে ছেড়ে দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here