জলঢাকা নদী চরে উদ্ধার মহিলার পচাগলা দেহ

0
196

মনিরুল হক, কোচবিহারঃ

জলঢাকা নদীর চর থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা মৃতদেহ। শনিবার কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ১৬৮ ধূলিয়া বলদিয়াহাঁটি গ্রামের জলঢাকা নদীর বালাশি চর এলাকায় ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Rotten dead body of woman | newsfront.co
উদ্ধার হওয়া দেহ।নিজস্ব চিত্র

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ নদীর চরে ঘাস কাটতে যায় এলাকার কয়েকজন। সেই সময় তারাই ওই দেহটি দেখতে পান৷ সঙ্গে সঙ্গে ওই ঘটনার খবর দেওয়া হয় থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ। এদিন বিকেল তিনটে নাগাদ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ

পুলিশের প্রাথমিক অনুমান, লাগাতার বৃষ্টির জেরে নদীতে জল বেড়ে যাওয়ায় ওই মৃতদেহটি ভেসে এসেছে। তবে মৃতদেহে পচন ধরায় তার পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here