নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দফায় দফায় অভিযান চালিয়ে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিলণ্টনগঞ্জ সরোজিত কলোনি এলাকা থেকে বিপুল মূল্যের শাল সেগুন কাঠ উদ্ধার করল বনদপ্তরের হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জ।
বৃহস্পতিবার সকালে সরোজিত কলোনি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে শালের বাটাম উদ্ধার করে বনদপ্তর।পরে ফের আবার সরোজিত কলোনি এলাকায় অভিযান চালায় একটি ভ্যান করে সেগুন কাঠ উদ্ধার করে বন দপ্তর।
জানা গেছে,একটি ভ্যান করে পাচার করা হচ্ছিল বিপুল মূল্যের সেগুন কাঠ, পাচারকারী বনকর্মীদের দেখে ভ্যান ফেলে চালক পালিয়ে যায় তারপর ভ্যান সহ কাঠ উদ্ধার করে রেঞ্জে নিয়ে আসে বনদপ্তর কর্মীরা।
আরও পড়ুনঃ লাগাতার লোডশেডিং,বিক্ষোভ বিদুৎ দফতরে
হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জার আনন্দ বিশ্বাস জানান,”মোট ২১ সিএফটি কাঠ উদ্ধার হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য প্রায় একলক্ষ টাকা।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584