নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অসমের চিরাং জেলা থেকে ছিনতাই হয়ে যাওয়া চা-পাতা উদ্ধার করল বারবিশা থানার পুলিশ, চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
গত ২ রা আগষ্ট অসমের চিরাং জেলা থেকে ৪০০ বস্তা চা পাতা ভর্তি একটি লরি বাংলার উদ্দ্যেশ্যে রওনা হয়েছিল। মাঝপথে লরিটি ছিনতাই করেছিল দুষ্কৃতীরা।
লিখিত অভিযোগ চিরাং থানায় জমা করেছিলেন চা-বাগান কর্তৃপক্ষ। অসম পুলিশ যোগাযোগ করে আলিপুরদুয়ার জেলা পুলিশের সাথে।
আরও পড়ুনঃ বিজেপির বুথ সভাপতিকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সেই মোতাবেক অসম বাংলা সীমানার বারোবিশার বটতলা এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার হয় চোরাই প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ৪০০ বস্তা চা পাতা। সিল করে দেওয়া হয়েছে গোডাউনটি। চোরাই গাড়িটি উদ্ধার হয় জলপাইগুড়ির ধুপগুড়িতে। মজুতরাখা গোডাউনের মালিককে গ্রেপ্তার করে বারোবিশা থানার পুলিশ।
তাকে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584