চুরি যাওয়া লরি ভর্তি চা পাতা উদ্ধার

0
137

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

অসমের চিরাং জেলা থেকে ছিনতাই হয়ে যাওয়া চা-পাতা উদ্ধার করল বারবিশা থানার পুলিশ, চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

rescued tea leaves | newsfront.co
উদ্ধার হওয়া চা পাতা। নিজস্ব চিত্র

গত ২ রা আগষ্ট অসমের চিরাং জেলা থেকে ৪০০ বস্তা চা পাতা ভর্তি একটি লরি বাংলার উদ্দ্যেশ্যে রওনা হয়েছিল। মাঝপথে লরিটি ছিনতাই করেছিল দুষ্কৃতীরা।

Nagendranath Tripathi | newsfront.co
নগেন্দ্রনাথ ত্রিপাঠী,জেলা পুলিশ সুপার।নিজস্ব চিত্র

লিখিত অভিযোগ চিরাং থানায় জমা করেছিলেন চা-বাগান কর্তৃপক্ষ। অসম পুলিশ যোগাযোগ করে আলিপুরদুয়ার জেলা পুলিশের সাথে।

আরও পড়ুনঃ বিজেপির বুথ সভাপতিকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সেই মোতাবেক অসম বাংলা সীমানার বারোবিশার বটতলা এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার হয় চোরাই প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ৪০০ বস্তা চা পাতা। সিল করে দেওয়া হয়েছে গোডাউনটি। চোরাই গাড়িটি উদ্ধার হয় জলপাইগুড়ির ধুপগুড়িতে। মজুতরাখা গোডাউনের মালিককে গ্রেপ্তার করে বারোবিশা থানার পুলিশ।

তাকে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here