সুদীপ পাল, বর্ধমানঃ
গুসকরা পুরসভাকে একাধিকবার অনুরোধ করেও কুনুর নদীর ঘাট বাঁধিয়ে দেওয়া যায়নি বলে গুসকরা পুরসভার হিন্দিভাষী বাসিন্দাদের একাংশ অভিযোগ করলেন। শহরে প্রায় আট হাজার হিন্দিভাষী মানুষ রয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ ২৫ বছর ধরে কুনুর নদীতে পুজো হয় অথচ পুরসভাকে বারবার অনুরোধ করেও পাড় বাঁধিয়ে দেওয়া হয়নি।
বছর খানেক আগে ৩ নম্বর ওয়ার্ড এলাকায় দেড়শো ফুট এলাকা বাঁধানো হয়। কিন্তু তাতেও বেশি মানুষ দাঁড়াতে পারেন না। শহরের ১২ নম্বর ওয়ার্ড এলাকায় সেটুকুও করা হয়নি বলে অভিযোগ তাঁদের।
ছট পুজো করতে গিয়ে দেখা যায় নদীর পাড় ধসে যাচ্ছে। জলে পড়ে যাচ্ছেন অনেকেই। পুরসভার বিদায়ী বোর্ডের বিরোধী দল নেতা মনোজা সাউ অভিযোগ করেন, পুরসভার যে নাগরিক পরিষেবা দেওয়ার কথা ছিল তাও করা হয়নি৷
পুরসভার নির্বাহী আধিকারিক আকলিমা খাতুনের যদিও দাবি, পুরসভার থেকে এলাকা পরিস্কার-সহ অন্যান্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচিত বোর্ড নেই ফলে নদীর পাড় বাঁধানো বিষয়ে এখনই কিছু করার নেই পুরসভার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584